গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল
সোনাতলা, বগুড়া।
সেবা প্রাদান প্রতিশ্রুতি (সিটিজেন‘স চার্টার)
১. মিশন ও ভিশন
মিশনঃ প্রাণিস্বাস্থ্য সেবা প্রদান, প্রাণির উৎপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধি এবং মূল্য সংযোজনের মাধ্যমে প্রাণিজ আমিষের চাহিদা পূরণ।
ভিশনঃ সকলের জন্য নিরাপদ, পর্যাপ্ত ও মানসম্মত প্রাণিজ আমিষ সরবরাহ নিশ্চিতকরণ।
২. প্রতিশ্রুত সেবাসমূহঃ
২.১) নাগরিক সেবাঃ
ক্রঃ নং |
সেবার নাম |
সেবা প্রদান পদ্ধতি |
প্রয়োজনীয় কাগজপত্র এবং প্রাপ্তিস্থান |
সেবামূল্য এবং পরিশোধ পদ্ধতি |
সেবা প্রদানের সময়সীমা |
দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা |
১ |
২ |
৩ |
৪ |
৫ |
৬ |
৭ |
১ |
গবাদিপশুর চিকিৎসা প্রদান। |
মালিকগন অসুস্থ গবাদিপশু/পাখিকে হাসপাতালে নিয়ে আসবেন।অতপর প্রয়োজনীয় পরিক্ষা করে রোগ নির্ণয় করার পর প্রয়োজনীয় ব্যবস্থাপত্র সহ ঔষধ প্রদান (সরবরাহ সাপেক্ষে)করা হবে। প্রয়োজনে কৃষকের বাড়িতে বা খামার পরিদর্শন করে চিকিৎসা প্রদান করা হয়। |
মৌখিক আবেদন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল /কৃষকের বাড়ীতে খামারে |
সরকারী নির্ধারিত মূল্য (অফিস সময়ের পর) |
সকাল ৯.০০ টা থেকে বিকাল ৫.০০ টা |
চিকিৎসা সেবা ও পরামর্শ শাখা ভেটেরিনারি সার্জন |
২ |
গবাদিপশুর কৃত্রিম প্রজনন। |
গাভী গরম হওয়ার পর ১২-১৮ ঘন্টার মধ্যে গাভীকে কৃত্রিম প্রজনন কেন্দ্রে নিয়ে আসবেন এবং কেন্দ্রে রেজিষ্টার ভুক্তির পর উপযুক্ত পরিক্ষা শেষে সরকারী ফি আদায়ের পর কৃত্রিম প্রজনন করা হয় এবং রশিদ প্রদান করা হয়। |
মৌখিক আবেদন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এবং ইউনিয়ন কৃত্রিম প্রজনন উপকেন্দ্র /কৃষকের বাড়ীতে খামারে |
১ম প্রজনন তরল সিমেন=১৫/- হিমায়িত সিমেন =৩০/- |
১৫ থেকে ৩০ মিনিট
|
কৃত্রিম প্রজনন শাখা এফ,এ(এ/আই) এবং টেকনিশিয়ান/এআই সেবা কর্মী |
৩ |
গবাদিপশু ও হাঁস-মুরগির টিকাদান। |
কৃষক/খামারীর গবাদিপশুর হাঁস-মুরগির সমূহ টিকাদান প্রদান কেন্দ্রে নির্ধারিত স্থানে নিয়ে আসবেন সরকারী ফি আদায়ের পর টিকা প্রদান করা হবে। |
মৌখিক আবেদন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এবং ইউনিয়ন প্রাণিসম্পদ কেন্দ্র |
সরকারী নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে। |
তাৎক্ষণিক টিকা প্রাপ্তি সাপেক্ষে ২-৭ কার্যদিবস |
সম্প্রসারণ শাখা ইউএলএ/ভিএফএ |
৪ |
কৃষক/খামারীর প্রশিক্ষণ। |
বরাদ্দ প্রাপ্তি সাপেক্ষে আবেদন গ্রহণ ও তালিকা প্রদান করা হয় এবং যথায়থ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে প্রশিক্ষণের দিন সময় নির্ধারণ করা হয় এবং সংশ্লিষ্টদের অবহিত প্রদান করা হয়। |
মৌখিক আবেদন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল |
বিনা মূল্যে |
১-৩ কার্যদিবস |
প্রশাসনিক শাখা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা |
|
|
|
|
|
|
|
৫ |
দূর্যোগকালীন সময়ে জরুরী সেবা প্রদান,পূর্ণবাসন ও উপকরণ সহায়তা প্রদান। |
প্রাকৃতিক দূর্যোগকালীন সময়ে স্থানীয় প্রশাসন,জনপ্রতিনিধি ও বেসরকারী সেবা মূলক প্রতিষ্ঠানের সহযোগিতায় অধিদপ্তরের জরুরীর সেবা ও সরকার কর্তৃক বরাদ্দকৃত অর্থ/উপকরণ, পূর্ণবাসন ও ক্ষতিপূরণ প্রদান করা হয়। |
অগ্রাধিকার তালিকা তৈরি, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল |
বিনা মূল্যে |
প্রাপ্তি সাপেক্ষে ১-৭ কার্যদিবস |
প্রশাসনিক শাখা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা |
৬ |
উন্নত প্রযুক্তি জনসাধারণের মাঝে বিতরণ। |
কৃষক/খামারীদের নিয়ে সভা/প্রশিক্ষণ/উঠান বৈঠক আয়োজন করা হয় এবং এর মাধ্যমে উন্নত প্রযুক্তির বিবরণী জনসাধারণের মাঝে হস্তান্তরিত করা হয়। |
প্রযুক্তি ডকুমেন্ট, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল |
বিনা মূল্যে |
প্রয়োজনীয়তা সাপেক্ষে |
প্রশাসনিক শাখা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা |
৭ |
উন্নত জাতের ঘাসের চারা/বীজ/ কাটিংবিতরণ। |
নিদির্ষ্ট এলাকায় ঘাস চাষের জন্য নির্বাচন করা হয় এবং প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ পর বীজ/কাটিং বিতরণ করা হয় এবয় ঘাস প্লট পরিদর্শন করা হয়। |
মৌখিক ও লিখিত আবেদন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল |
বিনা মূল্যে |
১ কার্যদিবস |
প্রশাসনিক শাখা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা |
৮ |
জনসাধারণের অভিযোগ গ্রহণ ও নিস্পত্তিকরণ। |
যে সমস্ত সেবা জনগনকে সরাসরি দেওয়া যায়না সে বিষয়ে জনগনের নিকট খেকে অভিযোগ শোনার পর ব্যবস্থা গ্রহণ করা হয়। |
মৌখিক ও লিখিত আবেদন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল, জেলা প্রাণিসম্পদ দপ্তর |
বিনা মূল্যে |
৩ কার্যদিবস |
প্রশাসনিক শাখা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ০১৩২৪২৮৯৩২৯ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস